মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।। কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর সঞ্চলনায় মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃজাহিদুল ইসলাম। মতবিনিময় সভায় ওসি সাহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, সন্ত্রাস দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, থানা পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে অপরাধ দমন ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে। যেকোনো তথ্য বা সমস্যার ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আশ্বাস দেন তিনি।মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কয়রার সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, আঃ খালেক, প্রেসক্লাবের সহ-সভাপতি মাষ্টার আব্দুর রউফ, শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, কোষাধাক্ষ মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রান ও পুর্নবাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, সাংবাদিক নুরুল আমিন নাহিন, গীরেন্দ্রনাথ মন্ডল, মজিবার রহমান, প্রভাষক রবিউল ইসলাম, আবুল বাশার, আবু ওবায়দা, মোঃ ফারুক আজম, আরিফুর রহমান, ফয়সাল হোসেন প্রমুুখ।
মতবিনিময় সভায় কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখতে বিভিন্ন বিষয় নিয়ে গুরত্বপুর্ন আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।