এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।খুলনার দিঘলিয়া থানায় দায়েরকৃত মামলা নং–৩(১২)২৫ অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় এজাহারনামীয় একমাত্র আসামি মোঃ শাহিন মিয়া (২৯)–কে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ ই ডিসেম্বর রবিবার আনু: বিকাল সাড়ে ৫ টার দিকে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম এর নেতৃত্বে একটি আভিযানিক টিম দিঘলিয়ার গোয়ালপাড়া এলাকা থেকে উক্ত আসামি কে আটক করে।গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ আলী হোসেন মোল্লা। তার বাড়ি দিঘলিয়া থানাধীন গোয়ালপাড়া গ্রামে, জেলা খুলনা। সুএে জানা যায় দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, মামলাটির অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে। গ্রেফতারের পর আসামিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।
স্থানীয়রা পুলিশের এ তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা আরও জোরদার হবে।পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তে নতুন তথ্য উদ্ঘাটিত হলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।