ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।।ময়মনসিংহের ত্রিশালে প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর সহোদর ভাই হেলাল সরকার। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নারায়ণপুর ও খাগাটিপাড়া মৌজায় অবস্থিত একাধিক দাগের জমি প্রবাসী মালেক সরকার ক্রয়মূলে ভোগদখল করে আসছিল। প্রবাসী মালেক সরকার বিদেশে অবস্থান করায় সম্প্রতি ওই জমি দখলের চেষ্টা শুরু হয়।
অভিযোগে বলা হয়, গত ১০ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে ত্রিশাল থানাধীন নারায়ণপুর এলাকায় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ১৯০৪ নম্বর দাগসহ পার্শ্ববর্তী দাগের জমিতে সাইনবোর্ড স্থাপন করে। অভিযোগকারী প্রবাসী মালেক সরকারের সহোদর ভাই হেলাল সরকার জানান, উক্ত জমি নিয়ে কোনো ধরনের বিরোধ সৃষ্টি হলে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
অভিযুক্তরা ভবিষ্যতে কোনো দুর্ঘটনা বা মিথ্যা মামলা সাজিয়ে সামাজিক ও আর্থিক ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখিত ভূমি বিবরণ অনুযায়ী- উপজেলার নারায়ণপুর মৌজায় বিআরএস অনুযায়ী ১৯০৪ ও ১৯৫৪ নম্বর দাগে যথাক্রমে ২০ শতাংশ ও ৬৭ শতাংশ জমি রয়েছে। পাশাপাশি খাগাটিপাড়া মৌজায় বিআরএস অনুযায়ী ১৭৯৫৮, ১৭৯৫১, ১৭৯৫০, ১৭৯২২ ও ১৭৯৩০ নম্বর দাগে মোট কয়েকটি অংশে উল্লেখযোগ্য পরিমাণ জমি অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে অভিযোগকারী মো. হেলাল সরকার বলেন, “ জমিটি ক্রয় সূত্রে আমরা ভোগদখলে ছিলাম। হঠাৎ করে কিছু লোক জোর করে সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টা করছে। এতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।”
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি (তদন্ত) গোলাম মুস্তফা রুবেল জানান, “অভিযোগে প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত অব্যাহত আছে। তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।