আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নিরা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার জয়ডেহি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত নিরা কাহালপুর গ্রামের ফরহাদ মোল্লার(বিজিবি)মেয়ে।
পরিবারের সদস্যরা জানায়, পিরোজপুর শশুর বাড়ী থেকে স্বামী নাজির শেখের মোটরসাইকেল যোগে ২ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের জয়ডেহি এলাকায় অসাবধানতাবশত বাইক থেকে ছিটকে পড়ে, এসময় পেছনে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোল্লাহাট থানার এসআই মো. সালাউদ্দিন জানান, খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।