সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি , খুলনা।।খুলনা-০৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করলে জনগণের ভোট ও ভাতের অধিকার পুনরূদ্ধার করে একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই নারী জাগরণ, গণতন্ত্র রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবদান রেখে আসছে।
বিএনপি বিগত দিনে দেশ পরিচালনার সময় নারী শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজকি নিরাপত্তায় যেসব পদক্ষেপ নিয়েছিলো তা আজও জনগণের স্মৃতিতে অম্লান।তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর উন্নয়ন ও জনকল্যাণ মূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দেশের নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।
তিনি বলেন, তৃণমূলের নারী নেতৃত্বকে শক্তিশালী করে স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের অংশ গ্রহণ বাড়ানো হবে।শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও নিরাপত্তার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে সীমাহীন দুর্নীতি, বেকারত্ব, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও দমন নিপীড়নে মানুষ অতীষ্ঠ ছিলো। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসাসেবা ও কৃষি খাতের আধুনিকায়নে বিশেষ উদ্যোগ নেয়া হবে।
দেশকে সত্যিকারের জনগণের রাষ্ট্রে রূপান্তরিত করা হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক অর্থনীতি, শিক্ষিত তরুণ ও কর্মক্ষম নারীর নেতৃত্বে গড়ে তোলা হবে নতুন বাংলাদেশ।
তিনি বলেন, এখন থেকেই নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌছে দিতে হবে।আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদ আবাস ভূমি হবে বাংলাদেশ। তিনি ১৫ ডিসেম্বর খুলনা জেলার তেরখাদা উপজেলার নেবুদিয়া এলাকায় মহিলাদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা, নেবুদিয়া রওজাতুল আতফাল মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, মাটিয়ারকুল মন্দিরে এবং পাতলা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে নির্বাচনী মতবিনিময় এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে আয়োজিত এসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্য আহবায়ক জুলফিকার আলী জুলু, জেলা বিএনপি নেতা শেখ আব্দুর রশীদ, আনিসুর রহমান আনিস, মোঃ আরিফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, শফিকুল ইসলাম বাচ্চু , মোঃ আরিফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, আবুল হোসেন বাবু, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, এস কে নাসির আহমেদ, এস এম ইমদাদুল হক, মোল্যা কামরুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, পলাশ মেম্বার, আলমগীর শেখ, চৌধুরী আমিনুল ইসলাম মিলু, মোঃ সোহাগ মুন্সী, মোঃ শামীম আহমেদ রমিজ, মোঃ জামাল বিশ্বাস, মোঃ সাবু মোল্যা, সাব্বির আহমেদ টগর, তারেক রেজা, মুন্না পারভেজ, লতিফ মোল্যা, রাসেল ফকির, ইমান মোল্যা, সাব্বির হোসেন লিমন, আসাবুর চৌধুরী, রাজু শেখ, আমিনুল ইসলাম আমিন, মহিদুল ইসলাম, মেহেদী চৌধুরী।এসব অনুষ্ঠানে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।