মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।মহান বিজয় দিবস -২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে (মঙ্গলবার) ১৬ ডিসেম্বরের সুর্যদয়ের প্রথম প্রহরে নব্বইরশী বাসস্ট্যান্ডে স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাগেরহাট -৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এর আগে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল,পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় কাজী খায়রুজ্জামান শিপন নেতাকর্মীবৃন্দ পুষ্পমাল্য অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় কাজী শিপন বলেন, “মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আল ইসলাম,পৌর বিএনপির সহ -সভাপতি ফকির ছামাদ,পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুল আমিন কিসলু,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।