মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে যশোর জেলা বিএনপি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় যশোর শহরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
যশোরে ভোর বেলার সূর্যোদয়ের পরপরই দলীয় নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সমবেত হন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক, যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। সেই চেতনাকে সমুন্নত রাখতে হলে জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরী।বিজয় দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় দিবসের এই কর্মসূচির মাধ্যমে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তাদের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি সাংগঠনিক সক্রিয়তার বার্তা দিয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।