নিজস্ব প্রতিনিধি || নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন হলো মহান বিজয় দিবস-২০২৫। সোমবার (১৬ ডিসেম্বর) নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নগরীর তেতুলতলা মোড়স্থ ভবন-২ এ মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন এবং বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক শেখ মাহরুফুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো: মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন সেসব বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কে দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ড. রেজাউল আলম, সদস্য সৈয়দ হাফিজুর রহমান ও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস- চ্যান্সেলর প্রসেসর কানাই লাল সরকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ,বিভাগীয় প্রধানগণ,সহকারী প্রক্টরবৃন্দ,দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সবুজবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নাসরুল্লাহ। এর আগে ইউনিভার্সিটির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।