মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে যশোর কালেক্টরেট চত্বর থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।
এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও স্ব স্ব প্রতিষ্ঠানে। শহরের মণিহার চত্বরের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিকামী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিভাগ, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।এছাড়া বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতা কর্মীর সাথে নিয়ে বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদসহ যশোরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিজয়স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায়।ভোর বেলার প্রস্তুতি থেকে শুরু করে সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শামস উল হুদা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্ল গাইডস্ এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এরপরই মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।জেলা প্রশাসন বেলা ১১ টায় যশোর টাউনহল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নিজস্ব কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।