1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
খুলনা মহানগরী জামায়াতের যুব বিভাগের বিজয় র‌্যালি - Khulnar Khobor
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নওগাঁর মান্দায় রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ। যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপিত কেশবপুরে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন খুলনা মহানগরী জামায়াতের যুব বিভাগের বিজয় র‌্যালি আরডিএম ইন্টারন্যাশনাল স্কুলে বিজয় দিবস উদযাপন স্বাধীনতা রক্ষার লড়াইয়ে ঐক্য অপরিহার্য-হাফেজ মাওলানা আব্দুল আউয়াল খুলনা মহানগর যুব অধিকার পরিষদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।  বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস খুলনায় আবাসিক হোটেলে মিললো যুবকের মরদেহ মোল্লাহাটে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যশোরে পালিত হল মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপিত কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে  মহান বিজয় দিবস উদযাপন  নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন মহান বিজয় দিবসে শহীদদের প্রতি যশোর জেলা বিএনপির শ্রদ্ধা কয়রায় মুক্তিযােদ্ধা ও শহিদ মু্ক্তিযােদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা মোরেলগঞ্জে মহান বিজয় দিবসের প্রত্যুষে বিএনপি নেতার জাতীয় ও দলীয় পতাকা ত্তোলন মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস -২০২৫ পালিত বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের বিভাগীয় কমিটি গঠন। বিএনপি আসন্ন নির্বাচনে বিজয় অর্জন করলে জনগণের ভোট ও ভাতের অধিকার পুনরূদ্ধার করে একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবে ~ হেলাল

খুলনা মহানগরী জামায়াতের যুব বিভাগের বিজয় র‌্যালি

  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের
প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে
—অধ্যাপক মাহফুজুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের সাধারণ মানুষ আজও ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হলে বিজয়ের প্রকৃত অর্থ পূর্ণতা পায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’ যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘যুবশক্তির সঠিক ব্যবহার হলে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হতে পারে। কিন্তু নৈতিকতা ও আদর্শবিচ্যুতি ঘটলে এই শক্তিই সমাজের জন্য নেতিবাচক হয়ে উঠতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কারও প্রতি বৈষম্য থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। বিজয় দিবসের এই দিনে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, একটি দল মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল।

ক্ষমতার মসনদে বসে তারা নানা ধরনের অন্যায় অপরাধ করেছে। বিরোধী মত দমনে এমন কোনো কাজ নেই, যা তারা করেনি। অসংখ্য নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং জেলে বন্দি রেখেছে। কিন্তু চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাদের ক্ষমতার মসনদ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। যে স্বাধীনতা ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে এসেছে, সেটি যেকোনো মূল্যে রক্ষা করা হবে। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে নগরীর নিউ মাকেটস্থ বায়তুন নূর কমপ্লেক্সের উত্তর গেটে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিজয় র‌্যালি পূর্ব প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
যুব বিভাগের সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. হামিদুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

বক্তৃতা করেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন ও মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী। এ সময় খুলনা মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মিম মিরাজ হোসাইন, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, আ স ম মামুন শাহীন, অধ্যাপক ইকবাল হোসেন, মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসান, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, দৌলতপুর থানা আমীর মাওলানা মুশাররফ আনসারী, সদর থানা সেক্রেটারি আব্দুস সাালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম প্রমুখ। পরে একটি বিশাল র‌্যালী নিউ মার্কেট থেকে শুরু হয়ে শিবাবাড়ি মোড়, কেডি এ এভিনিউ হয়ে ময়লাপোতা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাথায় লাল সবুজের পতাকা, ফেস্টুন ও পাতাকা শোভা পায়।
বিশেষ অতিথি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ডিসেম্বর মাস আমাদের জাতির পরিচয়ের একটি অনন্য মাইলফলক।

১৯৭১ সালের এ মাসেই আমাদের জাতি চূড়ান্তভাবে রুখে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত নিয়ে অর্জন করেছিল চূড়ান্ত বিজয়। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের, যাদের রক্তে আমাদের স্বাধীনতার ভিত্তি আরও দৃঢ় হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।