আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে পুর্বশত্রুতা ও ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গাওলা ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সোহেল ফিলিং স্টেশনের ভেতরে ঘটনাটি ঘটে।
আহত এরশাদ সরদার (৪০) গাওলা ইউনিয়নের শুড়িগাতি গ্রামের সাহেব আলী সরদাররের ছেলে।অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার জানান, জমি সংক্রান্ত বিষয়ে পুর্ব শত্রুতা ও ফেসবুকে হুমকি দেয়ার প্রতিবাদ করায় এরশাদের উপর হামলার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীর মা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ বিক্রির টাকা দিয়ে আড়তে যাওয়ার পথে সোহেল ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পুর্ব পরিকল্পনা অনুযায়ী আগেথেকেই ওঁৎ পেতে থাকা রেজাউল শেখ, দুলাল শেখ, লিটন শেখ, গোলাম শেখ, মুরাদ শেখ, ফারুক শেখ, জজরুল শেখ সহ ৮-১০ জন তাকে ধরে নিয়ে সোহেল ফিলিং স্টেশনের সামনে নিয়ে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি,লোহার রড, চেন ইত্যাদি দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে।
এতে তার ডান হাত, মাথা ও বা পায়ের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় নিলা ফুলা জখম হয়। এক পর্যায়ে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করলে পথচারী ও এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রমজান কাজী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
ভুক্তভোগীর পরিবারকে অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।