খুলনার খবর।।গত ২২ ডিসেম্বর খুলনার সোনাডাঙ্গা এলাকায় এনসিপি নেতা মোতালেব সিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গ্রেপ্তারকৃতরা হলেন শীর্ষ সন্ত্রাসী শামীম সরদার ওরফে ডিকে শামীম এবং তার সহযোগী মো. আরিফ।
আজ দুপুরে খুলনার লবণচরাস্থ র্যাব-৬ এর হেড কোর্য়াটারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ ও ২৬ ডিসেম্বর সোনাডাঙ্গার বসুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিকে শামীম স্বীকার করেছেন যে, তিনি নিজেই মোতালেবকে লক্ষ্য করে সরাসরি মাথায় গুলি করেন।
র্যাব জানায়, তদন্তে উঠে এসেছে, মাদক ব্যবসা ও লভ্যাংশ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই হামলা চালানো হয়। ঘটনার দিন সকালে মাদক উদ্ধারের অজুহাতে যুব শক্তির নেত্রী তনিমা তন্বীর বাসায় ঢুকে মাদক না পেয়ে ক্ষিপ্ত হয়ে শামীম অস্ত্র ব্যবহার করেন।
সন্ত্রাসী ডিকে শামীমের বিরুদ্ধে দস্যুতা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে ২৩ ডিসেম্বর যুব শক্তির নেত্রী তনিমা তন্বীকে গ্রেফতার করে পুলিশ।
গত ২২ ডিসেম্বর খুলনার সোনাডাঙ্গায় বিভাগীয় জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার তনিমা তন্বী নামে নারীর ঘরে গুলিবিদ্ধ হন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।