1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
খুলনায় অনুষ্ঠিত হয়ে গেল স্মরণকালের অন্যতম বড় পুনর্মিলনী উৎসব - Khulnar Khobor
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোরে সাংবাদিক শহিদ জয়ের স্ত্রী শামীমা আক্তার আর নেই খুলনায় অনুষ্ঠিত হয়ে গেল স্মরণকালের অন্যতম বড় পুনর্মিলনী উৎসব দিঘলিয়া বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত হবে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, গেজেট প্রকাশ শ্যামনগর প্রাণিসম্পদ সেবায় লিডার্স এর উদ্যোগ ইন্টারফেস মিটিং পাইকগাছায় মেধা লালন ট্রাষ্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান মোংলায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের আত্মহত্যা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মান্দা-৪ আসলে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল  গোপালগঞ্জের কাশিয়ানিতে খ্রিস্টান পরিবারের ওপর হামলার ১ নম্বর আসামি কারাগারে কৃষি অফিসার পরিচয়দানকারী ভূমিদস্যু নিতাই চন্দ্র বিশ্বাস গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং-২০২৬ আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত দিঘলিয়ায় সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা। মনোনয়নপত্র জমা দিয়ে প্রেসব্রিফিংয়ে দেশবাসী এখন পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তন আনব মিয়া গোলাম পরওয়ার যশোরে দাম্পত্য কলহের জেরে তরুণীর আত্মহত্যা যশোরে পিতার কবর জিয়ারত করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন অনিন্দ্য ইসলাম অমিত মনোনয়নপত্র জমা দিলেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। মোংলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ,চলছে প্রার্থীদের প্রচারণা শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে খুলনায় বিক্ষোভ খুলনা ৩ আসনের হাতপাখা প্রার্থী আব্দুল আউয়ালের মনোনয়ন পত্র দাখিল

খুলনায় অনুষ্ঠিত হয়ে গেল স্মরণকালের অন্যতম বড় পুনর্মিলনী উৎসব

  • প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।স্মৃতির জানালায় উঁকি দেওয়া কৈশোরের সেই হাসিমাখা মুখগুলো দীর্ঘ সময় পর আবারও মিলিত হলো এক মোহনায়। এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের বন্ধুদের সমন্বয়ে গঠিত সামাজিক প্ল্যাটফর্ম ‘G2G 07/09’-এর উদ্যোগে খুলনায় অনুষ্ঠিত হয়ে গেল স্মরণকালের অন্যতম বড় পুনর্মিলনী উৎসব।

গত ২৬ শে ডিসেম্বর (শুক্রবার) খুলনার একটি অভিজাত কনভেনশন সেন্টারে (অথবা পার্কের নাম যোগ করতে পারেন) এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। ৫ শতাধিক বন্ধুর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল যেন এক খণ্ড ‘বন্ধুত্বের স্বর্গে’ পরিণত হয়েছিল।

এক নজরে অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলো:
১. দিনব্যাপী আবেগঘন স্মৃতিচারণ: সকাল থেকেই নিবন্ধিত বন্ধুরা অনুষ্ঠানস্থলে এসে জড়ো হতে থাকেন। সবার পরনে ছিল অনুষ্ঠানের লোগো সম্বলিত বিশেষ টি-শার্ট। দীর্ঘ ১৫-১৬ বছর পর একে অপরকে দেখে জড়িয়ে ধরা, আবেগপ্রবণ হয়ে পড়া আর সেলফির আড্ডায় দিনটি শুরু হয়।

২. বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা: রিউনিয়ন মানেই যে কেবল আড্ডা নয়, তা প্রমাণ করেছেন বন্ধুরা। ০৭/০৯ ব্যাচের বন্ধুদের মধ্য থেকেই গান, কবিতা আবৃত্তি এবং নাচের অসাধারণ পারফরম্যান্স মঞ্চে পরিবেশিত হয়। বিশেষ করে ব্যান্ড সঙ্গীতের মূর্ছনায় মেতে ওঠেন উপস্থিত সবাই।

৩. বন্ধুদের সফলতার গল্প ও সম্মাননা: অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত বন্ধুরা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। বিসিএস ক্যাডার থেকে শুরু করে চিকিৎসক, প্রকৌশলী, সেনা কর্মকর্তা এবং সফল উদ্যোক্তারা তাদের এই অবস্থানে আসার পেছনে স্কুল-কলেজের বন্ধুদের অনুপ্রেরণার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

৪. দুপুরের ভুরিভোজ ও ফটোসেশন: খুলনার ঐতিহ্যবাহী খাবারে সাজানো ছিল দুপুরের মেনু। খাবারের টেবিলের আড্ডা যেন ছাত্রজীবনের সেই ক্যান্টিনের দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছিল। এরপর গ্রুপ ছবি ও ড্রোন শটের মাধ্যমে পুরো আয়োজনকে ফ্রেমবন্দি করা হয়।

বন্ধুত্বের সাথে মানবিকতার বন্ধন
G2G 07/09-এর অ্যাডমিন প্যানেল ও আয়োজক কমিটির সদস্যরা জানান, এই সংগঠনটি কেবল আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। অনুষ্ঠানে তারা ভবিষ্যতে একটি বিশেষ ফান্ড গঠনের ঘোষণা দেন, যার মাধ্যমে অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানো, অসুস্থ বন্ধুদের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করা হবে।

অনুষ্ঠানে যোগ দেওয়া এক বন্ধু আবেগপ্লুত হয়ে বলেন, “কর্মব্যস্ত জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন এই বন্ধুদের সাথে কয়েকটা মুহূর্ত কাটানো টনিকের মতো কাজ করে। ৫ শতাধিক বন্ধুর মাঝে এসে মনে হচ্ছে আমরা সেই ২০০৭ সালের কিশোর বয়সেই ফিরে গেছি।”

দিনশেষে র‍্যাফেল ড্র এবং স্মৃতিস্মারক (Crest/Gift Box) প্রদানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। আগামীতে আরও বড় পরিসরে এবং মানবিক কর্মসূচি নিয়ে আবারো মিলিত হবার প্রত্যয়ে শেষ হয় ‘G2G 07/09 রিউনিয়ন-২০২৫’।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।