খুলনার খবর।। খুলনা, ৩ জানুয়ারি, ২০২৬ খুলনায় ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) ও খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে উদ্যোক্তা ‘মিলন মেলা ২৬’ অনুষ্ঠিত হয়েছে। মিলনমেলায় কার্ব জাতীয় মাছের সাথে অন্যান্য মৎস্য পণ্যের উৎপাদন ও বাজার সম্ভাবনা নিয়ে আলোচনার বিষয়টি গুরুত্ব পায়। শনিবার (৩ জানুয়ারি) খুলনার ফলোইমারী এলাকার রাজবাধ হ্যাচারীর মোড়ে অবস্থিত ফোয়াব প্রদর্শনী কেন্দ্রে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোয়াবের প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান, ফোয়াবের সভাপতি মোল্লা শামসুর রহমান শাহীন, ওয়াসিস সার্ভিস এগ্রোর প্রজেক্ট ডিরেক্টর তসলিম মাহমুদ, আস্থা ফিডের ফিশ ফিডের সেলস এন্ড টেকনিকাল সার্ভিস পারসন শাহরিয়ার ইসলাম নয়ন ও খুলনা সদর থানার কোঅপারেটিভ অফিসার মোঃ মোস্তফা কামাল ও ফিশ স্কয়ার হাসপাতালের আব্দুস সালাম বিশ্বাস এবং ল্যাব এইড গ্রুপের প্রতিনিধি।
উক্ত অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা উদ্যোক্তা, খামারি, কৃষিবিদ, ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মিলনমেলায় কৃষি ও মৎস্য পণ্যের উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রক্রিয়া ডিজিটাল নজরদারিতে আনার লক্ষ্যে ই-ট্রেসিবিলিটি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের মিলন মেলা উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা ও বাস্তবায়ন করে ফিশারি প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল এফপিবিপিসি। এছাড়াও পুকুরে চাষ উপযোগী মানসম্মত পোনা সরবরাহের আশ্বাস দিয়েছে ওয়াসিস ফুড এগ্রো।
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে উদ্যোক্তা সমাজ আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠতে পারে। মিলনমেলায় অংশগ্রহণকারীদের জন্য দুপুরের ভোজের পাশাপাশি লটারির মাধ্যমে বিজয়ীদের ২০টি আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।