খুলনার খবর।।সুন্দরবনে ঘুরতে এসে রিসোর্ট মালিকসহ তিন পর্যটক অপহরণের শিকার হয়েছেন। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার বনসংলগ্ন কেনুর খাল থেকে সশস্ত্র বনদস্যুদের একটি দল মোটা অঙ্কের মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করে বলে জানা গেছে। অপহৃতদের উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হচ্ছে। শুক্রবার (২ জানুয়ারি ২৬) বিকেলে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর রিসোর্ট সংশ্লিষ্ট একটি মহল বিষয়টি ধামাচাপা দিতে নানা নাটকীয়তা ও লুকোচুরির আশ্রয় নেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় প্রশাসন, বনবিভাগ ও একাধিক সূত্র জানায়, শুক্রবার নারী-পুরুষসহ চার পর্যটক রাজধানী ঢাকা থেকে সুন্দরবনে ভ্রমণে আসেন। তারা ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোল কানন’-এ বুকিং নিয়ে রাতযাপনের জন্য অবস্থান করেন। বিকেলে রিসোর্টটির মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক নৌকাযোগে বনের ভেতরের একটি ছোট খালে ঘুরতে বের হন।
এ সময় রিসোর্ট সংলগ্ন ওই খাল থেকে নারীসহ মোট পাঁচজনকে অস্ত্রের মুখে তুলে নেয় সশস্ত্র বনদস্যুরা। পরে রাতের দিকে দুই নারী পর্যটককে ছেড়ে দিয়ে রিসোর্টে ফিরিয়ে দেয় দস্যুরা। তবে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে তারা।
জিম্মিদের মুক্তির বিনিময়ে দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেলেও, দাবিকৃত অর্থের পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অপহৃত রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড়।
এ বিষয়ে সুন্দরবন ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। তবে কোন বনদস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
অপহরণের ঘটনার পর শনিবার (৩ জানুয়ারি) দিনভর সংশ্লিষ্ট রিসোর্ট এলাকায় কোনো ট্যুরিস্ট নৌযান কিংবা পর্যটকের যাতায়াত দেখা যায়নি। এতে সুন্দরবনে ভ্রমণ করতে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দাকোপ থানা পুলিশের তথ্য অনুযায়ী, অপহৃত দুই পর্যটকের নাম মো. সোহেল ও জনি।
এ বিষয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ অভিযান চলছে।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।