পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু’র পিতা নাজির হোসেন বিশ্বাস-এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি-২৬) সকাল ১১ টার সময় মরহুমের নিজ বাড়ির পাশে তার নামাজে জানাজা শেষে পৌরশহরের আলতাপোল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন। তিনি গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি-২৬) রাত সাড়ে ১০ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা নামাজে অংশগ্রহণ করে শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি, যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ মোক্তার আলী, আমার বাংলাদেশ-(এবি) পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামান, নিহতের ছোট ভাই নূর আলী বিশ্বাস প্রমূখ। মরহুমের জানাজা নামাজে ইমামতি করেন কেশবপুর মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান।
এছাড়াও মরহুম এর জানাজা নামাজে অংশ গ্রহণ করেন, কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, সহসভাপতি মাহবুবুর রশিদ সবুজ, কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী-পেশার ব্যক্তিবর্গবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।