এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।। আসন্ন গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের মাঝে সঠিক ধারণা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক, ইমাম, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এই সভাটি একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
সভাটি অনুষ্ঠিত হয় ১৪ জানুয়ারী ২০২৬ বুধবার সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, দিঘলিয়া
উক্ত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হারুন অর রশীদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ. স. ম. জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা।
সভায় বক্তারা বলেন, গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। জনগণের সরাসরি মতামতের প্রতিফলন ঘটানোর অন্যতম মাধ্যম হলো গণভোট। তাই গণভোট ২০২৬-এ অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। বক্তারা ভোটারদের সঠিকভাবে ভোট প্রদান, ভোটের গোপনীয়তা রক্ষা এবং যেকোনো ধরনের গুজব বা বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ফলাফল নিশ্চিত করতে পারে। তিনি সকল নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে গণভোট সংক্রান্ত আইন, বিধি-বিধান ও প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু গণভোট আয়োজনের জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
সভা শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে গণভোট ২০২৬ সংক্রান্ত লিফলেট ও তথ্যপত্র বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের জনসচেতনতামূলক সভা গণভোটে ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল গণভোট আয়োজ
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।