অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোংলায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) বিকালে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাজার সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ রেফাতুল ইসলাম বলেন, থানায় সেবা নিতে কোনো দালালের আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। জনগণকে সরাসরি থানায় এসে পুলিশের সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।এএসপি রেফাতুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। মাদক ব্যবসা, ঘের ও জমি দখলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মোংলা থানায় আইনগত অধিকার আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ বিষয়ে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেন এবং নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।এ উঠান বৈঠকের সভাপতিত্ব করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর রহমান।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি)মোঃ শাহিনুর রহমান বলেন, গত দেড় বছরে চাঁদপাই ইউনিয়নে এ ধরনের বৃহৎ পরিসরের ওপেন হাউজ ডে বা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়নি। তিনি আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি)মোঃ শাহিনুর রহমান আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করা হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় আইসিটি অফিসার মোঃ দেওয়ান জিয়াউর রহমান মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত অপরাধ বিশেষ করে অনলাইন জুয়া, হয়রানি ও অশ্লীলতা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং এসব বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।
এ উঠান বৈঠকে মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহরিয়ার আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন’সহ চাঁদপাই ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।