পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।দৈনিক আজকের সংবাদের কেশবপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক গ্রামের কাগজের মঙ্গলকোট প্রতিনিধি ও কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক পরেশ দেবনাথের মেঝ বোদি সাবিত্রী রানী দেবনাথ (৭২) ব্রেনস্ট্রোক জনিত কারণে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারী-২৬) সকাল সাড়ে ৯ টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।
সাবিত্রী রানী চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্ম্মল চন্দ্র দেবনাথ-এর সহধর্মিণী ও মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ-এর মা। দুপুর ২ টায় নিজ গ্রাম বসুন্তিয়া মহাশ্মশানে তার শেষ কৃত্তানুষ্ঠান সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ইউছুপ ঢালীসহ নেতৃবৃন্দ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, সার্জেন্ট উৎপল কান্তি সরকার, এস আই শিমুল মণ্ডল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেশবপুর শাখার সাভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল দত্ত,
সুকদেব দেবনাথ, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, কন্দর্পুপুর পূজা উদযাপন কমিটির তত্বাবধায়ক অরুণ সিংহ, সভাপতি দীপক পাল, রফিকুল ইসলামসহ শত শত ভক্ত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।