মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল)// আজ বুধবার (১০আগস্ট) বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮ তম জন্মবার্ষিকী।১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান।
শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব কর্মসূচী গ্রহন করা হয়েছে তার মধ্যে রয়েছে বুধবার (১০ আগস্ট) শিল্পীর রুহের মাগফেরাত কামনা করে সকাল ৬টায় পবিত্র কোরান খতম,সকাল সাড়ে ৭টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা,সকাল ৯টায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংষ্কৃতিক সংগঠনের অংশগ্রহনে শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শিল্পীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং সবশেষে সকাল সাড়ে ৯টায় শিল্পী এস এম সুলতান আর্ট ক্যাম্প উদ্বোধন। এসব কর্মসূচী নড়াইল এস এম সুলতান কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।