নিউজ ডেস্ক // জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর এবার এলপি গ্যাসের দাম বাড়ালো কোম্পানীগুলো।গত সপ্তাহে সরকার প্রতি সিলিন্ডারে ৩৫ টাকা কমালেও তার কোন প্রভাব পড়েনি খুচরা বাজারে,উপরন্তু নিজেরাই বাড়িয়ে দিয়েছে ৩০ থেকে ৫০ টাকা। ফলে সাধারন মানুষের ‘মরার উপর খাড়ার ঘা’ অবস্থা।চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কঁপালে।
চলতি আগস্ট মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয় গত ২ আগস্ট। গত মাসে এর দাম ছিল ১ হাজার ২৫৪ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল ঐদিন বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন।
কিন্তু গতকাল মঙ্গলবার খুলনা নগরীর বেশ কয়েকটি এলাকার দোকান ঘুরে দেখা গেছে, ডেল্টা, জেএমআই, ফ্রেস, দুবাই বাংলাদেশ, ইউনিক ও বিএম নামে কোম্পানীর গ্যাস বর্তমানে ১ হাজার ৩শ’ টাকায় বিক্রি করা হচ্ছে। যমুনা এবং বসুন্ধরা যথাক্রমে ১ হাজার ৩২০ ও ১ হাজার ৩৫০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
বাগানবাড়ি এলাকার বাসিন্দা ফরিদ বলেন, এ মাসের শুরুতে বাংলাদেশ রেগুলেটরি কমিশন ৩৫ টাকা গ্যাসের দাম কমিয়েছিল। সে সময় গ্যাস কিনেছি ১ হাজার ২৫০ টাকায়। ৭ আগস্ট থেকে প্রতিটি গ্যাসের বোতলে বেসরকারি কোম্পানীগুলো ৫০ থেকে ১শ’ টাকা করে মূল্য বৃদ্ধি করেছে। সরকার দাম কমালেও কোম্পানীগুলো সরকারের কথায় কোন কর্ণপাত করেনি। বরং আরও দাম বাড়িয়েছে।
সোনাডাঙ্গার দোকানদার জানান,গ্যাসের অগ্রীম টাকা বুকিং দিয়ে ৭ দিন পর দোকানে বিক্রির জন্য কিছু গ্যাস পেয়েছি। কোম্পানী থেকে বর্ধিত দরে কিনে তাকে এ দমে বিক্রি করতে হচ্ছে। দেশের অভ্যন্তরীণ বাজারে গ্যাসের সংকট দেখা দিয়েছে। অগ্রীম টাকা দিলেও সময় মতো গ্যাস পাওয়া যাচ্ছেনা। তাছাড়া ৮০ টাকার ডলার ১১৪ টকায় ক্রয় করতে হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দামও বেড়ে গেছে।
সোনাডাঙ্গার বাসিন্দা খোরসেদ আলী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বেড়েছে চালের দাম । এরপর বাড়ল গ্যাসের দাম। আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে।রিটায়ার্মেন্টের পর আর সংসার চালাতে পারছিনা।ভিষন হিমসিম খেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মধ্যবিত্ত আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারকে অনুরোধ করেছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।