মুন্সী মোয়াজ্জেম শালিখা থানা প্রতিনিধি // শালিখা থানাধীন গঙ্গারামপুর ইউনিয়নের কাটিগ্রামে আলীকদর নামের ১৫ বছরের যুবক মৃত্যু বরন করেছে।আলি কদর তার নানাবাড়ি কাটিগ্রামে বসবাস করতো।
জানা গেছে,আলী কদর জন্মের কয়েক মাস পরেই তার বাবা তাদেরকে ছেড়ে চলে যায়।বর্তমানে আলিকদরের মা সৌদি প্রবাসী। আজ ভোরের দিকে আলিকদরের গালমূখ হঠাৎ করে ফুলে ওঠে।গতরাতে সে বিলে মাছ ধরতে গেছিলো তখনো কোনো সমস্যা ছিলনা।কিন্তু কি কারনে এটা হয়েছে সেটি জানা যায়নি।
আজ সকালে অবস্হা আরো গুরতর হলে নড়াইল সদর হসপিটলে নিয়ে যায়।তার পরিবারের লোকেরা ধারনা ধারনা রাতে মাছ ধরতে গেলে তাকে সাপে কামড়াতে পারে। হসপিটালে জরুরি ভাবে ট্রিটমেন্ট শুরু করা হলেও ততক্ষণে সে সুযোগ চলে যায় এবং সে মৃত্যু বরন করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।