নিউজ ডেস্ক // যশোর সদরের চুড়ামনকাঠি বিজয়নগর ব্রিজের নিচে থেকে বিশ্বনাথ (৩৫) নামে এক রিকসাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত বিশ্বনাথ চুড়ামনকাঠি রেললাইনের পাশে দাশপাড়া আশ্রয়ণ প্রকল্পে থাকেন। তার বাবার নাম কার্তিক দাস।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রূপণ কুমার সরকার জানান, বিশ্বনাথ মঙ্গলবার বিকেলে মাছ ধরার জন্য বিজয়নগর ব্রিজের পাশে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। এরপর সকালে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পেশায় রিকশাচালক হলেও বিশ্বনাথ মাঝে মাঝে মাছ ধরেন। মৃত ব্যক্তির পাশে একটি মাছ ধরার বরশি ও মাছ রাখার একটি টিস্যু ব্যাগ, একজোড়া সেন্ডেল পাওয়া গেছে। ভিকটিমের মৃগী (খিচুনি) রোগ ছিল। শরীরে কোন আঘাত এর চিহ্ন পাওয়া যায়নি।যেহেতু মৃগী (খিচুনি) রোগ ছিল যা পানিতে বেশি দেখা দেয়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে খিচুনি হয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।