শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি // যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল,কারণ তার পেছনে মূর্খ,লোভী,স্বার্থপর,বিশ্বাসঘাতকেরা থাকে।
(ভগবান শ্রীকৃষ্ণের মুখরিত বাণী)।
পরমব্রহ্ম লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ আর্বিভাব তিথী জন্মাষ্টমী উপলক্ষ্যে খুলনার পাইকগাছার কপিলমুনিতে স্মরণ কালের সর্বশ্রেষ্ঠ শোভাযাত্রা। দিনটি উপলক্ষ্যে কপিলমুনি বেদমন্দির কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ঢাক,ঢোল,বাদ্য যন্ত্রের শব্দে শোভাযাত্রাটি হয়ে ওঠে মুখরিত। প্রসঙ্গত জন্মাষ্টমী হিন্দু ধর্মাবালম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব।এটি বিষ্ণু অবতার কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয়।অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী,অষ্টমীরোহিনী,শ্রীকৃষ্ণ জয়ন্তী প্রভৃতি।হিন্দু পঞ্জিকা মতে,ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিনী নক্ষত্রের প্রাধান্য হয় তখন এই জন্মাষ্টমী পালিত হয়।
শ্রীকৃষ্ণ ছিলেন,দেবকী ও বসুদেব এর সন্তান।হিন্দু ধর্মাবালম্বীগণ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী হিসাবে পালন করে আসছে সেই আদিকাল থেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।