এস.এম.শামীম,দিঘলিয়া // ১৯ শে আগস্ট ২০২২ সকাল ১১ টায় তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়ন তথা আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এলাকার গণ্যমান্য ব্যক্তি , জনপ্রতিনিধি , গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সমন্বয়ে স্থানীয় সরকারি ইখড়ি ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওপেন হাউস ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , থানার ওসি তদন্ত দেবাশীষ দাস , বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি কে আলমগীর হোসেন , তেরখাদা প্রেসক্লাবের ক্লাবের সভাপতি খুলনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ( জা সা স ) কমিটির খুলনা বিভাগীয় সিনিয়র সহ – সভাপতি তেরখাদা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান , এস আই অনুপ বিশ্বাস , এস আই অমৃত লাল দাস , আওয়ামী লীগ নেতা শেখ রাজামিয়া , এ এস আই মোঃ জামিরুল ইসলাম , ইউপি সদস্য মোঃ পলাশ শেখ ।
সভায় বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন ।
ওপেন হাউস’ডের আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদান কালে তেরখাদা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম বলেন , বারাসাত ইউনিয়ন তথা তেরখাদা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন ।
তিনি বলেন,তেরখাদা উপজেলার মানুষ এখন অতীতের থেকে অনেক ভালো আছে ।বলা যায়,তেরখাদাবাসী একটি স্বর্ণযুগ অতিক্রম করছে ।তিনি তেরখাদার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে সকলকে সজাগ থাকার অনুরোধ জানান ।
ওসি মোঃ জহুরুল আলম আরো বলেন , এই জনপদের মানুষ কে ভালো রাখা এবং ভালো থাকার জন্য তেরখাদা থানার পুলিশ প্রশাসন ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।