নিউজ ডেস্ক // খুলনার ডুমুরিয়া উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার (২২ আগস্ট) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডুমুরিয়া বাজার তদারকিকালে মূল্য তালিকা প্রর্দশন না করা ও ক্রয় রশিদ দেখাতে না পারায় মেসার্স রহমান এন্টারপ্রাইজ ও মেসার্স নাইম এন্টারপ্রাইজকে ২ হাজার করে ৪ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় ফারদিন মিষ্টি মেলাকে ২ হাজার টাকা ও মায়ের দোয়া বেকারীকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।