খুলনার খবর // খুলনায় শ্রম প্রতিমন্ত্রী, কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা বেগম মন্নুজান সুফিয়ান এমপির মেজো বোন নার্গিস বেগমের বাড়িতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের উপ পরিচালক মিজানুর রহমান জানান, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর দৌলতপুরের আনঞ্জুমান রোডের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিমন্ত্রীর বোনের ছেলে আরিফুজ্জামান রূপমকে (২৪) ১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা ঘটনাস্থলে তাকে ৫ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রূপম দীর্ঘদিন প্রবাস জীবন যাপন শেষে কিছুদিন আগে দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রভাবশালী হওয়ায় ইতোপূর্বে কখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এ বিষয়ে কেএমপির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো কিছু জানাতে পারেননি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।