মুন্সী মোয়াজ্জেম,শালিখা থানা প্রতিনিধি // মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারের প্রচেষ্টায় গত ২২ আগস্ট সোমবার মাগুরার মহম্মদপুরের কাশিপুর-ভোলানাথপুর ও রুইজানী এলাকায় মধুমতি নদীর তীব্র ভাঙন এলাকা পরিদর্শন করলেন ইউএনও রামানন্দ পালসহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা।
পরিদর্শন কালে ভাঙন রোধে প্রাথমিক ভাবে খুব শীঘ্রই জিও ব্যাগ ফেলানোর আশ্বাস দেওয়া হয়।কাশিপুর,ভোলানাথ পুর,রুইজানী, গোপালনগর ভাঙন এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া সদর সার্কেলের তত্ত্বাবধায়ক মোঃ আব্দুল হামিদ,পানি উন্নয়ন বোর্ডের মাগুরার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল, প্রকৌশলী শান্ত দত্ত,মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া,মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ তিলাম হোসেন সহ স্থানীয় সাংবাদিক , গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শণ কালে ভোলানাথপুর অঞ্চলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজন নদী পারে জড়ো হলে কুষ্টিয়া সদর সার্কেল এঁর পানি উন্নয়ন বোর্ডের নবাগত তত্ত্বাবধায়ক প্রোকৌশলী মোঃ আব্দুল হামিদ বলেন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী-বীরেন শিকদার মহোদয়ের নির্দেশে কাশিপুর, ভোলানাথপুর, অঞ্চলের আবাদি জমি, স্কুল, মাদ্রাসা,গোরস্থানসহ বসতবাড়ি ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে প্রাথমিক ভাবে জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত নিতেই আমরা আজ পরিদর্শণ করলাম,দ্রুতই ভাঙন অঞ্চল পরিমাপ করে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।