শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি // পাইকগাছায় ভ্যান গাড়ীর চাকায় গলায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।আহত শিক্ষার্থীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায়।আহত দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী জ্যোতি উপজেলার গদাইপুর গ্রামের রবিউল গাজীর মেয়ে।
তার মা লিলিমা বেগম জানান,ঘটনার দিন বোয়ালিয়া মোড় থেকে ডাক্তার দেখিয়ে ইঞ্জিন ভ্যানযোগে আমরা বাড়ি ফিরছিলাম। কিছুদুর যাওয়ার পর ইঞ্জিন ভ্যানের চাকার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মেয়ে জ্যোতির ফাঁস আটকে যাওয়ার উপক্রম হয়।পরে স্থানীয় লোকজন ছুটে এসে মেয়েকে উদ্ধার করে।তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জিএম ফরহাদুজ্জামান জানান,এ ধরণের রোগীদের ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। আমাদের এখানে এমন ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।