সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // খুলনার ডুমুরিয়ার খর্ণিয়া এলাকায় রোববার ভোর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।বামুন্দিয়া গ্রামের লক্ষণ চন্দ্র বিশ্বাসের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতরা লক্ষণ চন্দ্র বিশ্বাসের বাড়ি থেকে ১০ ভরি সোনা ১০ হাজার টাকা ও ১টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।ডাকাতির সময় লক্ষণ চন্দ্ৰ বিশ্বাস,তাঁর স্ত্রী লিপি বিশ্বাস ও একটি ৫ বছর বয়সের বাচ্চা বাড়ির নিচতলায় একরুমে ছিলেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে লক্ষণ ও তাঁর স্ত্রী বলেন,মাস্ক পরা চারজন ডাকাত আনুমানিক রোববার ভোর রাত সাড়ে ৩ টার দিকে বাড়িতে প্রবেশ করে।সে সময় ডাকতরা বাড়ির কোথায় কী আছে জানতে চায়।ডাকাতরা লোহার রড ও লাঠি দিয়ে লিপি বিশ্বাসের হাত ও কপালে আঘাত করে এবং সিন্দুকের চাবি জোর করে ছিনিয়ে নেয়।একপর্যায়ে বাড়ির সবকিছু তছনছ করে ডাকাতরা। ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে সিন্ধুক খুলে,সিন্ধুকে থাকা প্রায় ১০ ভরি সোনা,১০ হাজার টাকা ও ১টি লাল রংঙ্গের হিরো হোন্ডা গ্রামার মোটরসাইকেল লুট করে নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।ঘটনার দিন সকাল ৭ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আংগারদহ নামক স্থানে ডাকাতি হওয়া মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।পরে খবর পেয়ে ভুক্তভোগির পরিবার মোটরসাইকেলটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।ডাকাতির ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্থানীয় প্রশাসন ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।