মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা,খুলনা// আজ বুধবার সকাল ১১ টার সময় বটিয়াঘাটা উপজেলায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন এ্যাক্টিভিটি প্রকল্প পরিচিতি ও ওয়াশ বিষয়ক কর্মশালা অনুস্ঠিত হয়।
বটিয়াঘাটা থানা স্বাস্হ্য কমপ্লেক্স এর কর্মকর্তার স্বভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান নিতাই গাইন,মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ হাসিবুর রহমান প্রকল্পের বিষয়ে দিক নিদর্শনা প্রদান করেন।ফ্লিল্ড টিম লিডার আইডিই বাংলাদেশ প্রকল্প পরিচিতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্হাপন করেন মোঃমাসুম হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফিড দ্যা ফিউচারকে ধন্যবাদ দিয়ে বলেন,দরিদ্র মানুষের সচেতনতার পাশাপাশি তাদের জন্য প্রকল্পের সহায়তার ব্যবস্থা করার পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কমকর্তা গন,সাংবাদিক, হাটবাজার কমিটির স্ব সভাপতি ও সানিটেশন ব্যাবসায়ীরা অংশ গ্রহন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।