সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক খুলনা // খুলনা ডুমুরিয়ার চুকনগরে গতকাল (১সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১১ টার দিকে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে।এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে।বিষয়টি হত্যা নাকি আত্নহত্যা?খবর পেয়ে শুক্রবার দুপুরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে,ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার নাসির উদ্দিনের স্ত্রী মালতি খাতুন (মালা) বিষ পানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু বিষয়টি যেনো রহস্য জনক বলে মনে করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও ভুক্তভোগী নিহত পরিবার।
জানা যায়,স্বামী নাসির প্রায় স্ত্রীকে মারপিট করতো। তার জের ধরে এ হত্যাকান্ড ঘটাতে পারে । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানিয়েছেন স্বামী নাসির উদ্দিন (৪০) তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করতে পারে। এদিকে ঘটনার পর থেকে স্বামী নাসির উদ্দিন গা ঢাকা দিয়েছে। বিগত কয়েক বছর পূর্বে নাসির উদ্দিন তার সাবেক স্ত্রীর সাথে ঝগড়া করে শিশু সন্তানকে পুকুরের পানিতে চুবিবে হত্যার অভিযোগে দীর্ঘদিন জেল হাজতে অন্তরীন ছিলো।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম জানান,অপমৃত্যু মামলা রুজু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।