মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি // খুলনা জেলার বটিয়াঘাটার উপজেলার ১ নং জলমার ইউনিয়নে স্হানীয় সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে আজ শনিবার বিকাল ৪ টায় কৈয়াবাজার চত্বরে উত্তর শৈলমারী এলাকার ধর্ষক দিদারুল গাজী সুজনের ফাঁসির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয় ।
ওয়ার্ড আ’লীগের সভাপতি নিত্যানন্দ বৈরাগী’র সভাপতিত্বে ও পানি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সুজয় মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল,ইউপি চেয়ারম্যান বিধান রায়,জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক,আলীগনেতা রাজকুমার রায়,আ’লীগ নেতা হরিচাঁদ ঢাকুইদার, মনোরঞ্জন মহলদার, শিক্ষক রথিন্দ্রনাথ বৈরাগী, ইউপি সদস্য যথাক্রমে দেবব্রত মল্লিক দেবু,তরিকুল ইসলাম, অশোক কুমার মন্ডল, মোঃ আশরাফুল আলম,জিরো পয়েন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ অপু, পুলিশিং কমিটির সদস্য দিগন্ত বৈরাগী, মোঃ ওমর ফারুক,শিখা রাণী বৈরাগী, বিধান হালদার, অনিন্দ্য বৈরাগী সহ শত শত নারী পুরুষ।
উল্লেখ্য গতকাল শুক্রবার দুপুরে ধর্ষক দিদারুল সংখ্যালঘু এক পরিবারের বাড়িতে ঢুকে জোরপূর্বক এক মহিলাকে ধর্ষণ করে । খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ধর্ষক দিদারুলকে আটক করে।এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় গতকাল শুক্রবার নারী ও শিশু নির্যাতন আইনে ৪ নং মামলা দায়ের হয়েছে । অপরদিকে ধর্ষিতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানায় ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।