খুলনার খবর // দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগর এখন উত্তাল। প্রবল ঢেউ ও দমকা বাতাসে সাগরে টিকতে না পেরে ফিশিং বোটগুলো ঘাটে ফিরে এসেছে। অনেক বোট সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।
ফেরত আসা বোটের মাঝির সাথে কথা বলে পিরোজপুর থেকে আমাদের প্রতিনিধি জানান, দুই দিন ধরে সাগরের অবস্থা খুবই খারাপ হয়েছে। ঝড়ো বাতাস ও বড় বড় ঢেউয়ে ফিশিং বোটগুলো সাগরে মাছ ধরতে পারছে না।ফলে বেশির ভাগ বোটই নিজ নিজ ঘাটে ফিরে গেছে।
উল্লেখ্য, ৬৫ দিনের অবরোধের পরে জেলে মৎস্যজীবীরা সাগরে মাছ ধরতে গিয়ে ৪ দফায় দুর্যোগের কবলে পড়ে ফিরে আসতে বাধ্য হয়েছে। ফলে জেলে ও বোট মালিকরা সর্বশান্ত হয়ে দায়-দেনায় জর্জরিত হচ্ছে।ফলে অনেকেই এখন এই পেশা হতে সরে দাড়াচ্ছে।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সাগর উত্তাল হওয়ায় প্রায় সব ফিশিং বোট ঘাটে ফিরে এসেছে। কিছু বোট ফিরে আসার পথে রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।