খুলনার খবর // কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে অন্ধকারে ট্রাকের চালক দেখতে না পেয়ে অন্য যানবাহনকে ধাক্কা দেন।ফলে এই দুর্ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে।
আজ সোমবার ভোররাতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে স্থানীয়ভাবে স্যালো ইঞ্জিন দিয়ে তৈরি যানবাহন ভটভটিতে করে ব্যাপারীরা কাঁচামাল কিনতে কুমারখালীর আলাউদ্দিন নগর আসছিলেন। ভোর পৌনে ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে পাশ কাটিয়ে যাবার সময় ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।এতে ভটভটির তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন দৌলতপুর উপজেলার ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শশীধরপুর গ্রামের মৃত বারী দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল প্রামাণিকের ছেলে সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০),ও ইনতা সর্দ্দার (৪৬)। এঘটনায় আহত হয় আরো ৯ জন।তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের সাথে কথা বলে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর থেকে স্থানীয়ভাবে তৈরি শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন ভটভটিতে করে ব্যাপারীরা গরু কিনতে কুমারখালীর আলাউদ্দিননগর আসছিলেন। অপরদিকে নওগাঁ থেকে কয়েকজন ব্যাপারী ট্রাকের ছাদে করে পিয়াজ কেনার জন্য ওই একই এলাকায় আসছিলেন। ভোর পৌনে ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিকে ধাক্কা দেয়। এবং ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ভটভটির তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।আর খাদে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।