যশোর( শার্শা) প্রতিনিধি // আজ সোমবার (১২ সেপ্টেম্বর) যশোর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৬০০ পিস ইয়াবা ও মাদকচক্রের হোতাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর (ক-সার্কেল) উপপরিচালক জনাব হুমায়ন কবির খন্দকার এর নেতৃত্বে পরিদর্শক সহ সার্কেলের একটি দল সকাল প্রায় ০৭ঃ০০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এর পশ্চিম পার্শ্বে বেনাপোলগামী সৌদিয়া পরিবহন থেকে ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা সহ শার্শা’র মাদকচক্রের হোতা আসামী মোঃ হোসেন আলী (৬৭), হযরত আলী সিকদার ওরফে পুচকে(৫৬) ও মোঃ মহিনুর রহমান সরদার (৫২) কে গ্রেফতার করে।এবং পরবর্তিতে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
উপপরিচালক আরো জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে যশোরে ইয়াবা পাচারের সাথে জড়িত। দীর্ঘ অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ইতোপূর্বেও তাদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
আসামী-(০১) মোঃ হোসেন আলী (৬৭)(গ্রেফতার), পিতাঃ মৃত আরশাদ আলী, মাতাঃ মৃত আতরুন নেছা, সাংঃ গোড়পাড়া, কলেজ মাঠ, লক্ষণপুর, থানাঃ শার্শা, জেলাঃ যশোর।
আসামী-(০২) হযরত আলী সিকদার (৫৬)(গ্রেফতার), পিতাঃ মৃত মর্তোজা আলী সিকদার, মাতাঃ মৃত কমলা খাতুন, সাংঃ গোড়পাড়া কলোনী, লক্ষণপুর-৭৪৩০, থানাঃ শার্শা, জেলাঃ যশোর।
আসামী-(০৩) মোঃ মহিনুর রহমান (৫২)(গ্রেফতার), পিতাঃ মৃত শাহাজাহান সরদার, মাতাঃ মোছাঃ রেবেকা বেগম, সাংঃ গোড়পাড়া সরদারপাড়া, লক্ষণপুর, থানাঃ শার্শা, জেলাঃ যশোর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী তাদের মামলা দায়ের করে জেলাখানায় হস্তান্তর করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।