পরেশ দেবনাথ,কেশবপুর,যশাের// কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলাটিয়ার্স অ্যাসােসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানাে হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে প্রেসক্লাবের হলরুমে নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুলের শুভেচ্ছা জানান ও বক্তব্য দেন ভাব বাংলাদেশের প্রােগ্রাম ম্যানেজার আরিফুর রহমান।
ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কেশবপুর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি আশরাফ-উজ-জামান খান,সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মােতাহার হােসাইন,সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ,কােষাধ্যক্ষ শামসুর রহমান,দপ্তর সম্পাদক মশিয়ার রহমান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীনুর ইসলাম,গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান,নির্বাহী সদস্য মেহেদী হাসান জাহিদ, আব্দুস সাত্তার মােল্লা এবং আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সামসুজ্জামান, মঙ্গলকাট আদর্শ বালিকা বিদ্যালয়র প্রধান শিক্ষক আজিজুর রহমান, সাংবাদিক নূরুল ইসলাম খান,আব্দুল মােমিন,স্বাধীন মােহাম্মদ আব্দুল্লাহ ও বিল্লাল হােসন প্রমুখ।
পরে ভাব বাংলাদেশ থেকে প্রকাশিত‘গ্রামীণ বাংলাদেশের মানসম্মত শিক্ষা: কল্পনা থেকে বাস্তব রুপান্তর’বইটি প্রেসক্লাবের নেতৃবৃন্দদের হাতে তুলে দেন সংস্থার প্রােগ্রাম ম্যানেজার আরিফুর রহমান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।