পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর // যশোরের কেশবপুরে ১৬টি জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি শাহীন চকলাদার বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের পুকুরে এ মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করা হয় । ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তর হতে পরিষদের পুকুরসহ প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোতে চারশ’ ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর-৬ আসনের এমপি ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ৮ নং সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, ৯ নং গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, ১১ নং হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।