সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি// খুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামের ফুলজান্নেছা তাহফিজুল কুরআন বহুমুখী মাদ্রাসার পুকুর থেকে মাশরাফি (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে।গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মাদ্রাসা ও পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার নোয়াকাটি গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে মাশরাফি(১২) ফুলজান্নেছা তাহফিজুল কুরআন বহুমুখী মাদ্রাসায় মাওলানা বিভাগে পড়ালেখা করতো।ছেলেটি গত শুক্রবার বিকাল আনুমানিক ৩টায় মাদ্রাসা ছুটির পরে সবাই নিজ বাড়ি চলে যায়।কিন্তু মাশরাফি বাড়িতে না গেলে তার বাবা মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না।
পরবর্তীতে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মাদ্রাসার পুকুরে মাশরাফির লাশ ভাসতে দেখে মাদ্রাসা কতৃপক্ষ উদ্ধার করে।এসময় মাশরাফির নাক দিয়ে রক্ত ঝরছিলো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।