নিউজ ডেস্ক // খুব সম্প্রতি মেটা (Meta) মালিকানাধীন ফটো এবং ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম (Instagram) জানিয়েছে তারা আরও একটি নতুন ফিচার আনতে চলেছে। এতে ব্যবহারকারীরা অন্য ব্যবহারকারীদের পোস্ট করা পোস্টগুলি পুনরায় পোস্ট করতে পারবেন।
টেকক্রাঞ্চ তাদের রিপোর্টে জানিয়েছে যে, যদিও কোম্পানি এখনও রিপোস্ট ফিচারটি নিয়ে প্রকাশ্যে কিছু জানায়নি, তবে এটি শীঘ্রই নির্বাচিত কিছু ব্যবহারকারী এর সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।
মেটার মুখপাত্র জানিয়েছে যে, ‘আমরা ইনস্টাগ্রাম ফিডে যে কোনও পোস্টকে রিপোস্ট করার কথা ভাবছি, ঠিক যেমন ভাবে আপনারা আপনাদের স্টোরি শেয়ার করেন। যে সব পোস্ট আমাদের নানা ভাবে প্রভাবিত করে সেই সব পোস্টগুলি রিপোস্ট করা সম্ভব হবে। এতে পোস্টের মূল নির্মাতাকে তাঁর কাজের জন্য কৃতিত্ব দেওয়ারও ব্যবস্থা থাকবে।
তিনি আরও জানিয়েছেন যে, ‘আমরা খুব শীঘ্রই অল্প সংখ্যক কিছু ব্যবহারকারীর সঙ্গে এই ফিচারটি পরীক্ষা করার পরিকল্পনা করছি।এই নতুন ফিচারটি নিয়ে প্রথম আলোচনা করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট ম্যাট নাভারারকে। তিনি সম্প্রতি একটি স্ক্রিনশট পোস্ট করেছেন যাতে রিপোস্ট ট্যাবের ব্যবহার দেখা যাচ্ছে। ওই ট্যাবটিতে সম্ভবত ব্যবহারকারীরা তাঁদের সমস্ত রিপোস্টের জন্য পোস্ট সংরক্ষণ করে রাখবেন।
ওই স্ক্রিনশট অনুযায়ী,পোস্ট,রিল এবং ট্যাগ করা ফটো ট্যাবের পাশাপাশি ব্যবহারকারীদের প্রোফাইলে রিপোস্ট ট্যাবটিও উপস্থিত থাকবে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা যাঁরা পোস্ট বা রিপোস্ট করতে চান তাঁরা মাঝে মাঝে থার্ড পার্টির কোনও অ্যাপ ব্যবহার করে এখনও যে কোনও পোস্ট রিপোস্ট করতে পারেন। তবে ইনস্টাগ্রাম যদি এই ফিচারটি সফল ভাবে লঞ্চ করতে পারে তবে ব্যবহারকারীদের আর থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার দরকার পড়বে না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।