পরেশ দেবনাথ, কেশবপুর // যশোরের কেশবপুরে ৪০ জন কৃষককে মাসকলাইয়ের বীজ দেয়া হয়েছে। রোববার উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই এর আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ওই কৃষকদেরকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে পটাশ দেয়া হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন কৃষকদের মাঝে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস, সাংবাদিক নূরুল ইসলাম খান প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।