নিউজ ডেস্ক // ১৫০০০ টাকার কম দামে ভালো স্মার্টফোন লঞ্চ বন্ধ হয়েছে বহুদিন হলো। আগে এই দামে Redmi Note সিরিজের ফোনগুলি বিক্রি হলেও এখন সেই ফোনের দাম অনেকটা বেড়েছে। ফলে দশ থেকে পনের হাজার টাকা বাজেটের স্মার্টফোন বাজারে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।
আর সেই শুন্যতা পূরন করতে বাজার এলো Redmi 11 Prime 5G। কম দামে 5G সাপোর্ট সহ মোবাইলের বাজারে এটাই সেরা।
Redmi ব্র্যান্ডের অন্যান্য ফোনের থেকে এই ফোনের ডিজাইনে খুব বেশি পার্থক্য দেখা যায়নি। থাকছে প্লাস্টিক ব্যাক। ফোনের পিছনে রয়েছে 2টি ক্যামেরা। 50 MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে 2 MP ডেপ্ত সেন্সর। এই ফোনে হেডফোন জ্যাক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। দ্রুত কাজ করবে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Redmi 11 Prime 5G -তে রয়েছে 6.58 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে। দিনের আলোতে এই হাই রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহারে সমস্যা হবে না। FHD+ রেসোলিউশনের এই ডিসপ্লেতে Facebook, YouTube, Netflix ভিডিও দেখতে কোন সমস্যা হবে না।
এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি। এক চার্জে খুব সহজে এক দিন চলবে এই ফোন। যদিও এই ফোনে 22.5 W চার্জার দিয়েছে বেজিংয়ের সংস্থাটি। ফোনটি সম্পূর্ণ চার্জ হতে 2 ঘণ্টার বেশি সময় লাগবে।Redmi 11 Prime 5G -তে রয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা। দিনের আলোতে এই ক্যামেরায় দুর্দান্ত ছবি উঠবে। কিন্তু ঘরে ভিতরে এই ফোনের ক্যামেরায় তোলা ছবি তেমন একটা ভালোনা। কম আলোতে এই ফোনের ছবি আরও খারাপ হবে। নাইট মোড থাকলেও সেখানে খুব ভালো ছবি উঠবে না। উজ্জ্বল আলোতে পোট্রেট মোডে ভালো ছবি উঠেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।