শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা,খুলনা প্রতিনিধি // খুলনার পাইকগাছা উপজেলায় বাল্যবিবাহ রোধে কিশোরীদের মাঝে তথ্যকার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২২সেপ্টেম্বর সকালে উপজেলার রাড়ুলী ইউপির বাঁকা পশ্চিমপাড়া পল্লীসমাজে এ তথ্যকার্ড বিতরণ করা হয়।
পল্লীসমাজের আয়োজনে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগিতায় এ তথ্য কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের মাঝে তথ্যকার্ড বিতরণ করেন রাড়ুলী ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
পল্লীসমাজের সভাপ্রধান নুরুন্নাহার এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুল মোড়ল,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব পরিষদের সভাপতি ও আইনজীবী সহকারী তাপস কুমার ঘোষ, ব্র্যাকের এ্যাসোসিয়েট অফিসার আছাদুল ইসলাম সহ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।