খুলনার খবর// খুলনার ফুলতলার আইয়ান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় অবস্থিত জুটমিলটিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিলটির মালিক ফেরদৌস ভুঁইয়া জানান, রাতে হঠাৎ মিলের ৩ নম্বর গোডাউনে আগুন লাগে।গোডাউনটির আয়তন প্রায় ২৬ হাজার বর্গফুট। তাৎক্ষণিকভাবে মিলের শ্রমিক-কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা কেউ জানেন না।
ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে,খবর পেয়ে রাত ৯ টা ৪৫ মিনিটে তাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।এবং রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস সদস্যরা জানাতে পারেনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।