নিউজ ডেস্ক // বাজারে চাহিদা থাকায়, সাতক্ষীরায় ক্রমাগত বাড়ছে টমেটোর চাষ। তবে ডিজেল, সার ও কিটনাশকের মূল্য বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত কৃষক। তবে টমেটো চাষে সব ধরণের সহযোগীতার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ।
সাতক্ষীরার মাটি ও আবহাওয়া টমেটো চাষের জন্য উপযোগী। স্বল্প সময়ে লাভ বেশি হওয়ায় কৃষক টমেটো চাষে ঝুকে পড়েছে।
গত ৮ বছর আগে স্বল্প পরিসরে, কলারোয়ার বাটরায় হাইব্রিড টমেটো চাষ শুরু করেছিলেন কয়েকজন কৃষক। প্রথম বছর থেকেই ভাল ফলন পাচ্ছিলেন তারা। বর্তমানে ৫০০ বিঘা জমিতে ১৫০ জন কৃষক হাইব্রিড টমেটো চাষ করছেন। এতে কর্মসংস্থান হয়েছে দেড় হাজার শ্রমিকের।
বাটরা গ্রামের মতোই সাতক্ষীরা সদর ও তালা উপজেলার অনেক এলাকায় এখন টমেটোর চাষ হচ্ছে। এক বিঘা জমিতে টমেটো চাষ করতে কৃষকের খরচ হয় ১ থেকে দেড় লাখ টাকা। ফলন ভাল হলে,এক বিঘা জমির টমেটো বিক্রি হয় আড়াই থেকে ৩ লাখ টাকা।
বাটরা এলাকার ক্ষেত পরিদর্শনে এসে কৃষকের টমেটো চাষে সহযোগীতার আশ্বাস দেন কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।