বটিয়াঘাটা প্রতিনিধি // গতকাল দুপুরে বটিয়াঘাটায় আসলেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)।বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ভার্চুয়ালের মাধ্যমে খুলনা সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনেরও শুভ উদ্বোধন করেন তিনি।
খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সার্বিক সহযোগিতা করবে সরকার। তাছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলা পর্যায় নিজস্ব ভবন করে দিয়েছেন সরকার। প্রতিমাসে তারা পাচ্ছেন মাসিক সন্মানি। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন, বাগেরহাট ৪ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিরুল আলম মিলন, উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সহ আরো অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশিদ। হুইপ ও সংসদ সদস্য খুলনা ১ এর পঞ্চানন বিশ্বাস,খুলনা পুলিশ সুপার মঃ মাহমুদুল হাসান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃঞ্চ রায়, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহা জালাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফল আলম খান, জেলা পরিষদের সাবেক সদস্য দিলিপ হালদার,ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,।সভা শেষে মন্ত্রী সন্ধ্যায় শরীয়তপুরের উদ্দেশ্যে বটিয়াঘাটা ত্যাগ করবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।