সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি // আজ ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলার টাস্ক ফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান ।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন,তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম,সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল হক মন্টু ,৫ নং তেরখাদা ইউপি চেয়ারম্যান ও তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান(অহিদ) , ২ নং বারাসাত ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে.এম আলমগীর হোসেন ১ নং আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আজগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কৃষ্ণ মেনন রায়,৬ নং মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন ও ৪ নং সাচিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ,বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের,উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান,উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম,মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক,যুব উন্নয়ন অফিসার এস এম বদিউজ্জামান,পল্লী উন্নয়ন অফিসার সরদার রফিকুল ইসলাম,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান ,জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার।সভায় বিভিন্ন দপ্তরের অফিসার গণ উপস্থিত ছিলেন ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।