মুন্সী মোয়াজ্জেম শালিখা থানা প্রতিনিধি// মাগুরায় আইনজীবীদের সাথে হাইকোর্টের বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরীর মতবিনিময় সভা ২৫ সেপ্টেম্বর সোমবার অপরাহ্নে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবু আয়ুব বিশ্বাস।
এ সময় বক্তিতা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট,হাই কোর্ট বিভাগের বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী। মাগুরা জেলা ও দায়রা জজ কামরুল হাসান, জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট এস্কেন্দার আজম বাবলু,জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম ও সিনিয়র এ্যাডভোকেট আব্দুল মজিদ। সভায় জেলা জজ আদালতের বিচারকবৃন্দ ও জেলার সকল আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।বিচারপতি তার বক্তৃতায় দেশ গঠনে ও মানব সেবায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালতের বিচারকবৃন্দ ও আইজীবীদের সততার সাথে দায়িত্ব পালনের আহব্বান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।