পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রােববার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে ওই অনুষ্ঠানের আয়াজন করা হয়। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য লেখক ও গবেষক সামসুজ্জামান, শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি কাব্যাচার্য, শিক্ষাবিদ, কবি, নাট্যকার ও সব্যসাচী লেখক, গোল্ড মেডেলিস্ট মহম্মদ শফি, প্রভাষক মশিউর রহমান,শুভসংঘের সভাপতি খদকার শফি, সাংবাদিক রাবেয়া ইকবাল। অনুষ্ঠানর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ শেষে নব নির্বাচিত কমিটির সদস্যদর ফুলের শুভেচ্ছা জানান অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মােতাহার হােসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ, কােষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক শেখ শাহিনুর ইসলাম, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী কমিটির সদস্য মেহেদী হাসান জাহীদ, শাহিনুর রহমান, আব্দুস সাত্তার মাল্যা, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম-সহ প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।