মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলের লোহাগড়ায় কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মনোনিত হয়েছেন ধোপাদহ গ্রামের মৃত মোঃ হারুন অর রশিদ।তিনি ২০১৪ সালে মারা গেছেন ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গত ২৯/০৮/২২ তারিখের আবেদনের প্রেক্ষিতে যশোর মাধ্যমিক ও উচচ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম গত ১৫/০৯/২০২২ ইং তারিখে কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেন। (যার স্বারক নম্বর বিঅ-৬/৬৬০৪/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.১২১৬৫ )
খোজ নিয়ে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের মৃত মোঃ হারুন অর রশিদের ছেলে জয় শেখ কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র । পিতা হারুন অর রশিদ ২০১৪ সালে মারা গেছেন। বিদ্যালয়ের ভোটার তালিকায় জয়ের অভিভাবক হিসেবে মা মোসাঃ অহিদা বেগমের নাম রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মৃত ব্যক্তিকে এডহক কমিটির অভিভাবক সদস্য করার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে কািশপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, অফিস সহকারী শরিফুল ইসলাম হারুন অর রশিদের নামসহ নয়জন অভিভাবকের নাম প্রস্তুত করে দিয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যশোর শিক্ষা বোর্ডে অনুমোদনের জন্য নাম পাঠিয়েছি। এ ভুল অফিস সহকারী করেছে। ভুল জানতে পেরে ওই ব্যক্তির নাম বাদ নিয়ে রোববার বোর্ডে নাম সংশোধন করতে দিয়েছি।
লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী জানান, মৃত ব্যক্তির নাম দেওয়ার ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা চেয়েছি এবং ওই ব্যক্তির মৃত সনদসহ নতুন এক অভিবাবক আশরাফ আলীর নাম দিয়ে বোর্ডে পাঠিয়েছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।